Wellcome to National Portal

উপজেলা পরিসংখ্যান অফিস, বোয়ালখালী, চট্টগ্রাম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিসংখ্যান আইন ২০১৩

http://bbs.chittagong.gov.bd/sites/default/files/files/bbs.chittagong.gov.bd/law_policy/1f18fc0f_61f7_400d_bbd7_d45b1ab23147/9653f3e56055bdde48462117a1aaf775.pdfপরিসংখ্যান আইন ২০১৩

     পরিসংখ্যান সম্পর্কিত কার্যক্রম গতিশীল, সমন্বিত , লক্ষ্যভিত্তিক  এবং  সংরক্ষণ করার লক্ষ্যে বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণয়নের উদ্দেশে প্রণীত আইন। 

যেহেতু বাংলাদেশের জনসংখ্যা,কৃষি,শিল্প, জনমিতি,অর্থনীতি, আর্থ- সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ইত্যাদি সংক্রান্ত সঠিক ও নির্ভুল পরিসংখ্যান সম্পর্কিত কার্যক্রমকে গতিশীল,সমন্বিত ,লক্ষ্যভিত্তিক এবং সংরক্ষণ করার লক্ষে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

 

 

 পরিসংখ্যান আইন ২০১৩ এর কয়েকটি ধারা:

”০১। সরকারি পরিসংখ্যানের বাধ্যতামূলক ব্যবহার। - যে কোন মন্ত্রণালয়, বিভাগ বা উহাদের অধীনস্থ দপ্তর, অধিদপ্তর বা সংস্থার পারিসংখ্যান কর্মকান্ডে সরকারি পরিসংখ্যান বাধ্যতামূলকভাবে ব্যবহৃত হবে।”

” ১২। ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান বা কতৃপক্ষের তথ্য প্রদানের দায়বদ্ধতা, ইত্যাদি। -(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে , ব্যুরোর চাহিদা অনুযায়ী যে কোন  ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ  উহাদের নিকট  সংরক্ষিত  তথ্য ইত্যাদি ব্যুরোকে প্রদান  করিতে বাধ্য থাকিবে।”

”১৮। অপরাধ ও শাস্তি। - কোন ব্যক্তি  এই আইনের  ধারা ১৩ এর বিধান লংঘন করিলে, তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি  ১( এক ) মাস কারাদন্ড বা অনধিক  ১০,০০০ ( দশ হাজার ) টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হইবেন।”